@Juena, যতদুর বুঝতে পারছি এবং প্রমাণ পাওয়া যাচ্ছে, শারদীয় মুগ্ধবাংলা ১৪২৬ যারা ডাউনলোড করেছিলেন, তাদের মধ্যে একজন Juena । আর boidownload.com সাইটে শারদীয় মুগ্ধবাংলা ১৪২৬ এর যেসব কমিকসগুলি শেয়ার করা হয়েছে, তার মধ্যে মধ্যে একমাত্র নাভীশা কমিকসটা অরিজিনালি এখান থেকে ডাউনলোড করে শেয়ার করা হয়েছে। আর এই কাজ করেছেন মাত্র দুজন Juena আর bahar9999bk@gmail.com যিনি আবার শারদীয় মুগ্ধবাংলা ১৪২৬ ডাউনলোড করেননি, আর তাই তাকে সন্দেহ করিনি। যদি আপনার কথা ঠিক হয়, যদি আপনি সত্যিই মুগ্ধবাংলার ক্ষতি না করে থাকেন, আপনার ব্যান আমি ৬ মাস পরে উঠিয়ে নেবো। আর আপাতত Herry_Potter এর প্রস্তাব স্থগিত রাখলাম।
@Juena আপু,(আপনার কথাবার্তা থেকে মনে হলো আপনি মেয়ে) এভাবে রাগারাগি করে কোনো ফায়দা নাই।আপনি যদি এখানকার কমিক্স বাইরে শেয়ার না করে থাকেন তাহলে আপনি নির্দোষ,কিন্তু আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে তার সপক্ষে প্রমানও আছে,যেটা উপরের ছবি থেকেই দেখা যাচ্ছে।তারপরও বিভিন্ন সময় ছোটখাটো ভুল মানুষের হয়েই থাকে,আমাদের এডমিনেরও হয়তো ভুল হয়েছে।যে মানুষটিকে এভাবে হন্নে হয়ে খোজা হচ্ছে সে যে কতটা চালাক তা আপনি কল্পনাও করতে পারবেন না।আপনার বিরুদ্ধে প্রমান পাওয়ার কারণেই আপনাকে দোষী মানা হয়েছে।আর আমার যতদূর মনে হয়,আপনি ব্যাপারটা এখনো ঠিকমতো বুঝতে পারেননি।ইমেইলের ব্যাপারটা বুঝতে পারলেও আপনি এখনো মনে করছেন যে,এসব কারো ষড়যন্ত্র।কেউ একজন আপনাকে ফাঁসাতে চাইছে।আসলে এখনে কোনো ধরণের ষড়যন্ত্র চলছে না।আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে ব্যাপারটা ঠিকই বুঝতে পারবেন।হয়রানি করার জন্য এই দুনিয়াতে শত শত উপায় আছে।আপনার কি মনে হয় কেউ একজন আপনাকে হয়রানি করার জন্য আপনার পিছে পিছে এই ব্লগ পর্যন্ত চলে এসেছে?crazy!
আপনি যে বিষয়টা নিয়ে এত চিল্লাফাল্লা করছেন সেটা আসলে তেমন একটা ভাববার বিষয়ই নয়।আপনি চাইলে এই ব্লগে শ'খানেক আইডি খুলতে পারবেন।এখুনি।কিন্তু প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ভেরিফাই করতে হবে শুধু।
অনেক সময়ই এইসব চোরদের খুজতে গিয়ে অনেক নির্দোষ বিনাকারণে শাস্তি ভোগ করে।আপনি আমার উপরের কমেন্ট গুলো পড়লে দেখতে পাবেন আমি এডমিনকে একটা পরামর্শ দিয়েছিলাম যে,তিনি যেন বাংলাপিডিএফ এর এডমিনকে সন্দেহভাজনের ফেইসবুক আইডি এবং ইমেইল আইডি দেয়।কিন্তু মজার ব্যাপার কি জানেন,আজ থেকে ১.৫ বছর আগেই সেই সাইটের এডমিনিস্ট্রেটর আমাকে বইচুর সন্দেহ করে ব্যান করেছিল।এমনকি আমার আইপি পর্যন্ত ব্যান করে দিয়েছিল।তারপর অনেকদিন পরে নতুন একটা ডিভাইস থেকে নতুন পরিচয় দিয়ে ওই সাইটে রেজিস্ট্রেশন করতে পেরেছিলাম।আমি ব্যান খেয়েছিলাম বিনাকারণে।আমাকে এমন ভাবে ব্যান করা হয়েছিল যে,আমার উপর আনা অভিযোগের প্রতিবাদ করা তো দূরের কথা আমি একটি বারের জন্যও সাইটে ঢুকতে পারিনি।আর আপনাকে তো এখনো পর্যন্ত ব্যান করা হয় নি।তাই প্লিজ একটু শান্ত হোন।ঠান্ডা মাথায় চিন্তা করুন।এখানে কেউ আপনার দিকে আঙুল দেখিয়ে বলছে না যে,আপনিই সে,যে ব্যাক্তির কারণে অনেক অনেক ওয়েবসাইটের অনেক অনেক আপলোডারকে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে।জাস্ট সন্দেহ করা হয়েছে এবং এর যথেষ্ট কারণও রয়েছে।আপনার কি মনে হয় এই সাইটের দু'শ জন মেম্বারের মধ্যে কেবলমাত্র আপনাকেই সন্দেহ করা হয়েছে?
সেই চুরটাকে ধরার জন্য সবাই এভাবে উঠেপড়ে লেগেছে কেন আপনি জানেন?কখনো কোনো বই স্ক্যান কিংবা কোনো কমিক্স অনুবাদ করেছেন?করলে বুঝতে পারতেন,আপনার এতকষ্টের কাজগুলোকে যখন কেউ নিজের বলে প্রচার করে তখন কেমন লাগে?
এই ব্লগটির পরিসর খুবই সল্প।মাত্র ১৫০+ মেম্বার আছে।তার মধ্যে বেশিরভাগই অনিয়মিত।তাই এই সাইটের এডমিন কখনোই চাইবেন না যে কাউকে বিনাকারণে ব্যান করতে,ধৈর্য ধরুন।দেখুন শেষ পর্যন্ত কি হয়।